খেলাধুলা ডেস্কঃ ছাত্রলীগের একটি প্রীতি ক্রিকেট ম্যাচ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্রিকেটারদের নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্মাদনার কথা স্মরণ করলেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
গুরুত্বপূর্ণ কোনো ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল জয় পেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল করতে করতে টিএসসিতে ছুটে আসেন শিক্ষার্থীরা। দিনের পাশাপাশি মধ্যরাতেও সেখানে কয়েকশ শিক্ষার্থী মিলিত হয়ে উল্লাস করেন। পুরান ঢাকাসহ আশপাশের এলাকার তরুণরাও এসে তাদের এই উদযাপনে শরিক হয়ে থাকেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার এই প্রীতি ম্যাচের আয়োজন করে ছাত্রলীগ।
বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল খেলার মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের নেতৃত্বাধীন শেখ কামাল একাদশকে ২০ রানে হারিয়েছে সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নেতৃত্বাধীন শেখ জামাল একাদশ ৷
সকাল ১১টার পরে শুরু হওয়া খেলায় টস জিতে ব্যাট করতে নেমে শেখ জামাল একাদশ ২০ ওভারে ২১৪ রান তোলে ৷ দ্বিতীয় ইনিংসে ২১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৯৪ রান তুলতে সমর্থ হয় শেখ কামাল একাদশ ৷
ম্যাচের প্রথম ইনিংস শেষে মাঠে আসেন মাশরাফি ৷ এ সময় তাকে ঘিরে শুরু হয় শিক্ষার্থীদের উন্মাদনা ৷ মাশরাফিকে এক নজর দেখতে ও তার সঙ্গে সেলফি তুলতে ভিড় জমে যায়।
ক্রিকেটভক্তদের কাছে তুমুল জনপ্রিয় মাশরাফি বলেন, “আজকের এই প্রীতি ম্যাচের কথা সোহাগ ভাই ও জাকির ভাই বেশ কিছুদিন ধরে বলছিলেন। অবশেষে এটা হল৷ এখানে আসতে পেরে ভালো লাগছে।”
এই প্রীতি ক্রিকেট ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও সাবেক জাতীয় ফুটবলার আরিফ খান জয় ৷