ক্রীড়া ডেস্ক:২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে হওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেয়ার আগে আয়ারল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিক দল ছাড়া টুর্নামেন্টের অন্য দল ছিলো নিউজিল্যান্ড।
সে তিন জাতি সিরিজে ৪ ম্যাচের মধ্যে ২টিতে জিতেছিল টাইগাররা। হেরেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ১ ম্যাচ, বৃষ্টিতে ভেসে যায় আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ। প্রায় ইংল্যান্ডের মতো একই কন্ডিশন হওয়ায়, চ্যাম্পিয়নস ট্রফির আগে সে সিরিজ সুফলই বয়ে এনেছিল বাংলাদেশের জন্য।
প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টের সেমিফাইনালে খেলে মাশরাফি বিন মর্তুজার দল। এবার দুই বছর পর দুয়ারে কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। হবে একই দেশ ইংল্যান্ডে। এবারও ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। তবে এবার তৃতীয় দেশের নাম ওয়েস্ট ইন্ডিহ।
নিউজিল্যান্ড সফরের আতঙ্ক ও মানসিক বাঁধা কাটিয়ে আগামী মে মাসের ৫ তারিখ থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। প্রথম দিন নামবে স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের প্রথম ম্যাচ ৭ মে, ক্যারিবীয়দের বিপক্ষে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হবে ১৭ মে।
আগামী ১৮ এপ্রিল বিশ্বকাপের জন্য নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজেও বিশ্বকাপের স্কোয়াড নিয়েই খেলবে টাইগাররা।
ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি:
৫ মে: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লন্টার্ফ
৭ মে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, ক্লন্টার্ফ
৯ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, মালাহিড
১১ মে: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, মালাহিড
১৩ মে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, মালাহিড
১৫ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লন্টার্ফ
১৭ মে: ফাইনাল, মালাহিড