খেলাধুলা ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে বাংলাদেশ। আগামী জুনে ভারতের দেরাদুনে অনুষ্ঠিত হবে সিরিজটি।
ইতোমধ্যে সিরিজের সূচি ঠিক হয়েছে। তবে ম্যাচের তারিখ ঠিক হলেও সময় ঠিক হয়নি।
৩১ মে ভারতের উদ্দেশে রওয়ানা হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ জুন। একদিন বিরতি দিয়ে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ জুন। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ জুন। সিরিজের তিনটি ম্যাচই দেরাদুনে অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের চেয়ে র্যাংকিংয়ে পিছিয়ে থেকেই মাঠে নামবে বাংলাদেশ। ৭৫ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ১০ম স্থানে রয়েছে বাংলাদেশ। আর ৮৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে আফগানিস্তান।