বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখায় নাগরিকত্ব পেলেন জুলিয়ান ফ্রান্সিস

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখায় নাগরিকত্ব পেলেন জুলিয়ান ফ্রান্সিস

জুলিয়ান ফ্রান্সিস। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার কারণে ব্রিটিশ নাগরিক জুলিয়ান ফ্রান্সিসকে বাংলাদেশি নাগরিকত্ব দেওয়া হয়েছে।

২৩ জুলাই, সোমবার গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জুলিয়ানের হাতে নাগরিকত্ব সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান।

ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলিয়ানের হাতে সম্মানসূচক নাগরিকত্ব সনদ তুলে দেন। ওই সময় প্রধানমন্ত্রী জুলিয়ানের সেবামূলক কাজের প্রশংসা করেন।

নাগরিকত্ব সনদ গ্রহণের পর জুলিয়ান বলেন, ‘এটা আমার জন্য বিরল সম্মান।’

ওই সময় তিনি বর্তমান সরকারের সময়কালে বাংলাদেশ আর্থ-সামাজিক অবস্থানের দিক দিয়ে প্রভূত উন্নতি করেছে বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেন, মুখ্য সচিব মো. নজিবুর রহমান প্রমুখ।

এর আগে ২০১২ সালে সরকার জুলিয়ানকে ‘মুক্তিযুদ্ধকালের বিদেশি বন্ধু’ হিসেবে সম্মাননা জানায়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশি শরণার্থীদের সহায়তায় অক্সফামের হয়ে কাজ করেন জুলিয়ান। পরবর্তী সময়েও বাংলাদেশি জনগণের পাশে থেকে সহায়তা করে গেছেন জুলিয়ান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com