খেলাধুলা ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কণ্ঠে শোনা গেল আরমান আলিফের ভাইরাল হওয়া গান ‘অপরাধী’। আফগানিস্তানের সঙ্গে তিন দিনের টি-টোয়েন্টি খেলতে ভারতের দেরাদুনে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। দলের অনুশীলনের ফাঁকে ড্রেসিং রুমে বসে তাঁদের গানটি গাইতে দেখা গেছে।
গতকাল শনিবার দুপুরের দিকে অধিনায়ক সাকিব আল হাসানের ইনস্টাগ্রামে ছাড়া হয় ভিডিওটির সংক্ষিপ্ত সংস্করণ। পরে সাকিব ও তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ফেসবুকে ভিডিওটির পূর্ণ সংস্করণ প্রকাশিত হয়। দ্রুতই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।
ভিডিওতে সাকিব ছাড়াও দেখা যায় ক্রিকেট দলের সদস্য রুবেল হোসেন, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, আবু হায়দার, আরিফুল হক, আবুল হাসান, আবু জায়েদ, নাজমুল ইসলামকে।
মূল শিল্পী আরমান আলিফ উচ্ছ্বাসভরা কণ্ঠে বলেন, ‘আমাদের গর্ব ক্রিকেট দলের সদস্যরা যে উৎসাহ-উদ্দীপনা নিয়ে গানটি গাইছেন, আমি মুগ্ধ। বলার ভাষা নেই।’
গত সপ্তাহে আরমানের ‘অপরাধী’ গানের ভিডিওটি ইউটিউব গ্লোবাল র্যাঙ্কিংয়ে সেরা ১০০ গানের মধ্যে জায়গা করে নিয়েছে। গতকাল দুপুর পর্যন্ত ভিডিওটি চার কোটিবারের বেশি দেখে ফেলেছেন দর্শকেরা।
গানটির গীতিকার, সুরকারও আরমান। তিনি বলেন, ‘প্রত্যেক মানুষের জীবনে আশা-প্রত্যাশা থাকে। গানটি নিয়ে আমারও অনেক আশা ছিল। দর্শক-শ্রোতারা সেই আশা-প্রত্যাশা পূরণ করে দিয়েছেন।’
বহুল আলোচিত গানটি একটি প্রেম ভাঙার গান, যেখানে মেয়েটি ছেলেটিকে ছেড়ে চলে গেছে। ইগল মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয় গত ২৬ এপ্রিল। এর উত্তরে এক মাস পর ২৬ মে প্রকাশিত হয়েছে আরেকটি গান। একই গানটি নতুন করে গেয়েছেন বা কভার করেছেন টুম্পা খান নামের আরেকজন সংগীতশিল্পী। এখানে ছেলেটি মেয়েটিকে ছেড়ে চলে গেছে। ইউটিউব ও ফেসবুকে প্রকাশিত টুম্পার গানটিও ভাইরাল হয়েছে। ছাড়ার ছয় দিনের মাথায় দুই জায়গায় মিলে প্রায় ৪০ লাখ ভিউ হয়েছে।
টুম্পা খান বলেন, ‘২০১৪ সাল থেকে নিজেই গিটার বাজিয়ে খালি গলায় গান কভার করি। এটি আমার শখ। কিন্তু এই গানটি কভার করার পর এত আলোচিত হবে ভাবিনি। দেশে তো অসংখ্য শেয়ার হয়েছেই, কলকাতার শেরোনি নামে একটি ম্যাগাজিনের শেয়ারে আমার গানটির ভিউ হয়েছে প্রায় ২৪ লাখ।’
যেখানে ১০ লাখ, ১৫ লাখ টাকায় গানের ভিডিও নির্মাণ হয়, সেখানে মাত্র ৫০ হাজার টাকায় নির্মিত অপরাধী গানের ভিডিওটি তৈরি হয়েছে, এমন তথ্য দিলেন ইগল মিউজিক ইউটিউব চ্যানেলের কর্ণধার কচি আহমেদ। তিনি বলেন, ‘৫০ হাজার টাকা লোকসান হবে ভেবে নিয়েই গানটির ভিডিও তৈরি করেছিলাম। এরপর তো ইতিহাস হয়ে গেল। আসলে কোন গানটি যে দর্শক-শ্রোতারা নেবেন, বলা মুশকিল।’