লোকালয় ২৪

বাংলাদেশকে প্রথম সোনা এনে দিলেন দিপু চাকমা

বাংলাদেশকে প্রথম সোনা এনে দিলেন দিপু চাকমা

দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) প্রথম দিনে প্রথম সোনার পদক জিতল বাংলাদেশ। তায়‌কোয়ান‌দোতেই এল বাংলাদেশের প্রথম সোনা। বাজল জাতীয় সংগীত। সবার উপরে লাল-সবুজ পতাকা।

ছেলেদের একক পুমসায় ঊর্ধ্ব ২৯ শ্রেণীতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে সোনার হাসি হাসেন রাঙামাটির দিপু। দিপু স্কোর করেন ১৬.২৪। সোনা জিততে দিপু হারিয়েছেন শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও নেপালের প্রতিযোগীদের।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দিপু বলেন,‘খুবই ভালো লাগছে। এক প্রকার ঘোরের মধ্যে আছি। বাংলাদেশকে প্রথম সোনা দিতে পেরে আমি গর্বিত। ১৯ বছর অনুশীলনের পর প্রথম এসএ গেমসে সোনা জিতলাম। এসএ গেমসের বাইরে আমার ৫টি সোনা ও ১টি আন্তর্জাতিক রৌপ্য রয়েছে। আরও একটি ইভেন্টে অংশ নেব। আশা করছি সেটাতেও ভালো করতে পারব।’

এর আগেই বাংলাদেশ খুলেছিল পদকের খাতা। তিনটিই পেয়েছিল ব্রোঞ্জ। ব্যক্তিগত কাতায় ছেলে ও মেয়েদের বিভাগে পৃথক পদকের পর দলগত মেয়েদের কাতায় ব্রোঞ্জ পায় বাংলাদেশ। সব মিলিয়ে বাংলাদেশের পদকের সংখ্যা এখন চার।

দিপু চাকমার সোনা জ‌য়ে ভীষণ খু‌শি বাংলা‌দেশ অ‌লি‌ম্পিক অ্যা‌সো‌সি‌য়েশ‌নের মহাস‌চিব সৈয়দ শা‌হেদ রেজা। তি‌নি বিওএ র নিয়ম অনুযায়ী তা‌কে পুরস্কৃত করার ঘোষণা দি‌য়ে‌ছেন।

বাংলা‌দেশ তায়‌কোয়ান‌দো ফেডা‌রেশ‌নের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা এবা‌রের এসএ গেম‌সে দু‌টি স্বর্ণ প্রত্যাশা ক‌রে‌ছি‌লেন। দ্বিতীয় দি‌নেই এল প্রথম স্বর্ণ। হা‌সিমু‌খে ব‌লেন, ‘আলহামদু‌লিল্লাহ, প্রথম স্বর্ণ আস‌লো। খুবই ভা‌লো লাগ‌ছে। তায়‌কোয়ান‌দো আমার ভ‌বিষ্যত। এটাই আমার সব। দিপুর সামান্য ইনজু‌রি ছিল। আন্তর্জাতিক কোনো খেলোয়াড় ইনজুরি ছাড়া নেই। সে প্রত্যাশা পূর্ণ ক‌রে‌ছে।’