লোকালয় ২৪

বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

লোকালয় ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের বরইতলির প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুইপক্ষের সংঘর্ষে আহমেদ কবীর (৪৫) নামে একজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রবিবার (৩০ ডিসেম্বর) ভোরে স্থানীয় দুইগ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আহমেদ কবীর কাথারিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি কামাল হোসেন  বলেন, ‘ভোরে ওই কেন্দ্রের সামনে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ কবীরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি রিটার্নিং অফিসার মোমেন আক্তার বলেন, পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।