অল্প সময়ে বলিউডে নিজের একটি ভালো অবস্থান তৈরি করেছেন ইয়ামি গৌতম। ‘সানাম রে’, ‘কাবিল’, ‘সরকার থ্রি’ ছবিগুলোতে কাজ করে দারুণভাবে সফলতা পেয়েছেন তিনি। তারই স্বীকৃতিস্বরূপ সম্প্রতি ভারতের চেম্বার অব কমার্সের ‘ওমেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’
অর্জন করেছেন তিনি। এটি পেয়ে দারুণ আনন্দিত ইয়ামি। সেই সঙ্গে বলিউড ও নিজের ক্যারিয়ার নিয়ে কিছু সত্য কথাও বলেছেন তিনি, সচরাচর যা অভিনেত্রীরা বলতে চান না। এ অ্যাওয়ার্ড গ্রহণের পর ইয়ামি বলেন, মুম্বইতে আমার কোনো গডফাদার নেই। তাছাড়া বড় কোনো ব্যাকআপও নেই। এমনকি আমাকে এক্ষেত্রে সাহায্য করার মতোও কেউ ছিল না। এসব ছাড়াই আমি মডেলিং ক্যারিয়ার শুরু করেছিলাম। এরপর অভিনয়ে আসি। কিন্তু অনেক নেতিবাচক অভিজ্ঞতার মুখোমুখিও আমাকে হতে হয়েছে এখানে। সত্যি বলতে গিভ অ্যান্ড টেক ছাড়া কিছু হয় না। বলিউডও সেরকম একটি জায়গা। কিন্তু আমি এসবে অভ্যস্ত নই। তাছাড়া মেধা দিয়েই এগুতে চেয়েছি। সেদিক থেকে বলতে পারি আমি যতটুকু এসেছি তার জন্য আমার পরিবার সব থেকে বেশি উৎসাহ আমাকে দিয়েছে। আমার চেষ্টাটাও ছিল শতভাগ। এই চেষ্টাটা সামনেও অব্যাহত থাকবে, এতটুকু কথা দিচ্ছি।