২০১৫ সালে পহেলা বৈশাখের সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে ভিড়ের মধ্যে একদল যুবক নারীদের ওপর চড়াও হয়। বর্ষবরণের উৎসবের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রকাশ্যে এরকম ঘটনায় সারা দেশে তৈরি হয় ক্ষোভ।
পুলিশ ভিডিও দেখে আটজনের ছবি প্রকাশ করলেও নানা নাটকীয়তার পর পুলিশের তদন্ত ব্যুরো-পিবিআইয়ের দেওয়া অভিযোগপত্রের একমাত্র আসামি মো. কামাল হোসেনের বিরুদ্ধে গতবছর ১৯ জুন অভিযোগ গঠন করে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলী মাহমুদা আক্তার বলেন, অভিযোগ গঠনের পর দুটি তারিখ পেরিয়ে গেলেও রাষ্ট্রপক্ষে কোনো সাক্ষীকে তারা হাজির করতে পারেননি।
এর ফলে এ মামলায় সাক্ষ্যগ্রহণই শুরু করা যায়নি। আর একমাত্র আসামি কামালও বর্তমানে জামিনে আছেন।
মাহমুদা জানান, আগামী ৩ জুন এ মামলায় সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য রয়েছে। ঢাকার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার সাক্ষীদের নামে সমন পাঠিয়েছেন।
রাষ্ট্রপক্ষ থেকে ‘গুরুত্ব দিয়ে’ মামলাটি পরিচালনা করা হচ্ছে দাবি করে এই সরকারি আইন কর্মকর্তা বলেন, “আগামীতে পিপি অফিসের মাধ্যমে সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিত করা হবে।”
বর্ষবরণ উৎসবে যৌন নিপীড়নের ঘটনার এই আটজনের ছবি প্রকাশ করে পরিচয় জানতে পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ
এ ধরনের অপরাধের বিচার বিলম্বিত হলে কী ঘটতে পারে, তা রাষ্ট্রপক্ষকে মনে করিয়ে দিতে চান অবসরপ্রাপ্ত বিচারক মো. সিরাজুল ইসলাম।
তিনি বলেন, “এ ধরনের মামলার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বিচারিক পরিবেশ ভেঙে পড়বে। দিনে দুপুরে নারীকে ধর্ষণের পর হত্যা বাড়তে থাকবে। এসব ক্ষেত্রে পুলিশ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মনে রাখতে হবে যে তাদের পরিবারও এসব ঘটনায় যে কোনো সময় আক্রান্ত হতে পারে।”
পহেলা বৈশাখে যৌন নিপীড়নের ওই ঘটনার পরদিন শাহবাগ থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
ঘটনার সময় পুলিশের ভূমিকা নিয়ে দেশজুড়ে সমালোচনার মধ্যে ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও থেকে আট নিপীড়কের ছবি পাওয়ার কথা জানান তখনকার পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক। তাদের ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়।
কিন্তু ওই ছবি প্রকাশের সাত মাস পর ২০১৫ সালের ১৩ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই দীপক কুমার দাস ঢাকার আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে বলেন, পুলিশ অপরাধী কাউকে শনাক্ত করতে পারেনি।
তার দেড় মাসের মাথায় ২০১৬ সালের ২৮ জানুয়ারি ঢাকার চকবাজার এলাকা থেকে মো. কামাল হোসেন নামের এক সব্জি বিক্রেতাকে গ্রেপ্তার করে পুলিশের পক্ষ থেকে বলা হয়, তার ছবিও ওই আটজনের মধ্যে ছিল। ঘটনার সময় তার দাঁড়ি থাকলেও গ্রেপ্তার এড়াতে তিনি তা কেটে ফেলেন।
মামলা সক্রিয় না থাকায় কামালকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ। সেই সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা পুরনো মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা দীপক।
মামলাটি পুনরুজ্জীবিত করার পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মাহমুদা খাতুনের আবেদনে ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার মামলা পুনঃতদন্তের দায়িত্ব দেন পুলিশের তদন্ত ব্যুরোকে।
কয়েক দফা সময় পেছানোর পর পিবিআইয়ের পরিদর্শক আবদুর রাজ্জাক ওই বছর ২০ ডিসেম্বর কেবল কামালকে আসামি করেই অভিযোগপত্র দেন। সেখানে রাষ্ট্রপক্ষে মোট ৩৪ জনকে সাক্ষী করা হয়।
পিবিআইয়ের পক্ষ থেকে সে সময় বলা হয়, আরও সাত আসামির ছবি ভিডিওতে পাওয়া গেলেও নাম-ঠিকানা বা অবস্থান শনাক্ত করতে না পারায় তাদের অভিযোগপত্রে রাখা হয়নি।
পিবিআইয়ের প্রধান ডিআইজি বনজ কুমার ভৌমিক সেদিন বলেন, “কামালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তদন্তে আমাদের মনে হয়েছে, কামাল ওই ঘটনায় জড়িত।”
বিচার বিলম্বিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সম্মিলিত সামাজিক আন্দোলনের যুগ্ম সম্পাদক কাজী সালমা সুলতানা বলেন, “এরকম চলতে থাকলে বখাটে দুবৃর্ত্তরা আরও উৎসাহিত হবে। সাধারণ মানুষের হতাশা আরও বাড়বে।”
এই অধিকারকর্মী বলেন, এসব ঘটনায় সরকার প্রথমে নজর দিলেও পরে আবার একইরকম নতুন ঘটনার পেছনে পড়ে আড়ালে চলে যায় পুরানোগুলো। আগের মামলার আলামত নষ্ট হয়ে যায়। সাক্ষ্য প্রমাণ ঠিক থাকে না।
“এসব কারণে অপরাধীরা সব ঘটনাতেই অব্যাহতি পেয়ে যায় । দৃষ্টান্তমূলক কোনো শাস্তির রায় আর আসে না। ভুক্তভোগীও সুবিচার পায় না।”
Leave a Reply