লোকালয় ডেস্কঃ বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৫০টি স্কুলে শতভাগ পাস করলেও তিনটি স্কুলের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
স্কুল তিনটি হলো- ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ইসলামপুর সেকেন্ডারি স্কুল, ভেরন বাড়িয়া সিএসইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং পটুয়াখালীর উত্তর মৌকরণ এএইচ সেকেন্ডারি বিদ্যালয়।
এই তিন প্রতিষ্ঠানের মধ্যে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ইসলামপুর সেকেন্ডারি স্কুলের ১৭ জন, ভেরন বাড়িয়া সিএসইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৫ জন এবং পটুয়াখালী সদরের উত্তর মৌকরণ এএইচ সেকেন্ডারি বিদ্যালয়ের ৭ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
রোববার (৬ মে) বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো, আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ৩টি বিদ্যালয়ে যেমন কেউ পাস করেনি, তেমনি বোর্ডের আওতাধীন ৫০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। যারমধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ১৬টি, এরপর বরগুনায় ১১টি, ভোলায় ১০টি, পটুয়াখালীতে ৬টি, পিরোজপুরে ৪টি ও ঝালকাঠিতে ৩টি বিদ্যালয় রয়েছে।
Leave a Reply