বার্তা ডেস্কঃ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর সংলগ্ন কালাবদর নদীতে অভিযান চালিয়ে ২ শত মণ জাটকা উদ্ধার করেছে কোষ্টগার্ড সদস্যরা। আজ শনিবার ভোর সাড়ে ৫টায় এই বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়। এসময় জাটকা পাচারে ব্যবহৃত তিনটি ইঞ্জিনচালিত নৌকা (বোট) জব্দ করেছে তারা। তবে এ সময়ে কোস্টাগার্ড সদস্যরা এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।
কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতি শনিবার ভোরে দক্ষিণ জোন কোস্টগার্ডের সিজি স্টেশন বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার বিএস শহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময়ে তারা কালাবদও নদীর তীরে জাটকা বোঝাই ইঞ্জিনচালিত নৌকা তিনটি জব্দ করে। পরবর্তীতে জব্দ জাটকাগুলো নগরীর বিভিন্ন এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।