বন্যা কবলিত ৮ লাখ মানুষের দুর্ভোগ চরমে, বন্যায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যু

বন্যা কবলিত ৮ লাখ মানুষের দুর্ভোগ চরমে, বন্যায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যু

বন্যা কবলিত ৮ লাখ মানুষের দুর্ভোগ চরমে, বন্যায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যু
বন্যা কবলিত ৮ লাখ মানুষের দুর্ভোগ চরমে, বন্যায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যু

কুড়িগ্রামে নদ-নদীর পানি সামান্য হ্রাস পেলেও ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ৯০ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ৫৭ সেন্টিমিটার এবং ধরলা নদীর পানি বিপদসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার ৯ উপজেলায় বন্যা দুর্গত হয়ে পড়েছে প্রায় ৮ লক্ষাধিক মানুষ।

শহর রক্ষা বাঁধ ভেঙ্গে নতুন করে প্লাবিত হয়ে পড়েছে চিলমারী ও রৌমারী উপজেলা শহরের বিভিন্ন অফিস, স্থাপনা, ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ রাস্তা-ঘাট। কোথাও শুকনো জায়গা না থাকায় মানুষজন বাধ্য হয়ে বুক সমান পানিতেই বসবাস করছে।

অন্যদিকে নদ-নদীর অববাহিকায় ৪ শতাধিক চরাঞ্চলের ঘর-বাড়ি তলিয়ে থাকায় কিছু পরিবার নৌকায় বসবাস করলেও বেশির ভাগ পরিবার ঘর-বাড়ি ছেড়ে উঁচ জায়গায় আশ্রয় নিয়েছে।

সরকারী ও বেসরকারী ভাবে পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ায় খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে পড়েছেন বন্যা দুর্গত মানুষেরা।

বন্যার পানিতে ডুবে এ পর্যন্ত ৯ শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com