লোকালয় ২৪

বনানীতে আগুন বাড়ছে, আটকা পড়াদের উদ্ধারে যোগ দিয়েছে বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার

বনানীতে আগুন বাড়ছে, আটকা পড়াদের উদ্ধারে যোগ দিয়েছে বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার

ঢাকা- রাজধানীর বনানীতে ২২ তলা একটি ভবনে আগুন লেগেছে। এফ আর টাওয়ার নামে ওই ভবনটিতে আটকা পড়েছেন অনেকে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। ক্রমেই আগুন বাড়ছে,  এখন পর্যন্ত আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। উদ্ধারকাজে যোগ দিয়েছে নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ১৭ নম্বর সড়কের এফ আর টাওয়ারে ১৯ তলা ভবনের ৭/৮ তলায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে। ভবনে আটকা পড়েছে অনেকেই। অন্তত ৭ জন ভবন থেকে নিচে লাফিয়ে পড়েছেন, তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

এছাড়া আগুন থেকে বাঁচতে ভবনের জানালা দিয়ে অনেকে নামার চেষ্টা করছেন। আটকা পড়াদের উদ্ধারে বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার আকাশে টহল দিচ্ছে।

ফায়ারের এক কর্মকর্তা জানালেন, শুরুতে পানির সঙ্কট থাকলেও এখন বিভিন্ন ভবনের নিচের রিজার্ভার থেকে পানি তুলে আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে উঁচু ভবনের কারণে সবগুলো ইউনিট কাজ করতে পারছে না।