সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে প্রাকৃতিক বিপর্যয়ে পড়ে জলমগ্ন একটি মাছ ধরার ট্রলার; নিখোঁজ দশ মৎস্যজীবী

বঙ্গোপসাগরে প্রাকৃতিক বিপর্যয়ে পড়ে জলমগ্ন একটি মাছ ধরার ট্রলার; নিখোঁজ দশ মৎস্যজীবী

বঙ্গোপসাগরে প্রাকৃতিক বিপর্যয়ে পড়ে জলমগ্ন একটি মাছ ধরার ট্রলার; নিখোঁজ দশ মৎস্যজীবী

কাকদ্বীপ প্রতিনিধি: বঙ্গোপসাগরে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে জলমগ্ন হল একটি মাছ ধরার ট্রলার৷ ট্রলারটির নাম এফ বি কন্যামাতা৷ বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে বঙ্গোপসাগরের কেঁদোদ্বীপের কাছে৷

ঘটনার দিন রাত পর্যন্ত ট্রলারে থাকা ১৬ জন মৎস্যজীবীর মধ্যে ছয়জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে৷ এখনও দশজন মৎস্যজীবী নিখোঁজ বলেই জানা গিয়েছে৷

জানা গিয়েছে, বঙ্গোপসাগর বা সুন্দরবনের নদী খাঁড়িতে মাছ ধরার জন্য প্রয়োজনীয় অনুমতি পত্র এখনও দেয়নি রাজ্য সরকারের মৎস্য দফতর। আগামী ১৫ই জুন থেকে মিলবে এই অনুমতি পত্র। মাছের প্রজননের জন্য গত দুমাস ধরেই সুন্দরবনের নদী, খাঁড়িতে ও বঙ্গোপসাগরে মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। কিন্তু তবুও বাড়তি লাভের আশায় দু একটি ট্রলার তিন দিন আগেই নেমে পড়েছে মাছ ধরার জন্য।

তেমনই দিন দুয়েক আগে কাকদ্বীপ মৎস্য বন্দর থেকে এই এফ বি কন্যামাতা নামের ট্রলারটি মাছ ধরার জন্য বেড়িয়েছিল। বুধবার সকালে বঙ্গোপসাগরের সীতারাম পুরের কাছ থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে রওনাও দেয়।

এদিন বিকেল নাগাদ কেঁদো দ্বীপের কাছে প্রবল জলোচ্ছ্বাস ও ঝোড় হাওয়ার কবলে পড়ে উলটে যায় ট্রলারটি। খবর পেয়ে কাছাকাছি থাকা দু একটি ট্রলার গিয়ে ছয়জন মৎস্যজীবীকে উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু বাকি দশজন মৎস্যজীবীকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ডুবে যাওয়া ট্রলারটিকে উদ্ধারের জন্য বৃহস্পতিবার আরও কয়েকটি ট্রলার ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com