লোকালয় ২৪

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন ১০০ ফানুস উড়িয়ে

lokaloy24.com

মহিউদ্দিন(শিপন): বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ ও ১০০ ফানুস উড়ানোর মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) ও জাতীয় শিশু দিবস-২০২০ উদযাপন করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

মঙ্গলবার শহরের সিও অফিস এলাকায় বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উপস্থিত সবাই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপস্থিত সবাই কিছুক্ষণ নীরবতা পালনের মাধ্যমে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত করেন।

এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা,পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ,পরিষদের সদস্য হাজি মো. মুছা মাতব্বর ও পরিষদের অন্যান্য সদস্যসহ পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা তার বক্তব্যের শুরুতেই  শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধু ও তার পরিবারের সব সদস্য যারা ১৫ আগস্টে নির্মমভাবে নিহত হয়েছেন এবং মুক্তিযুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যারা এদেশকে স্বাধীন করেছেন তাদের স্মরণ করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আর শেখ হাসিনার জন্ম না হলে এ দেশের উন্নয়ন হতো না।

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যা সমাধান হয়েছে এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগসহ সার্বিক উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের সুফল এখন সবাই ভোগ করছে। যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হতেন তাহলে আমরা এ ডিজিটাল বাংলাদেশ পেতাম না।