সংবাদ শিরোনাম :
ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন ও আন্তর্জাতিক নার্স দিবস আজ

ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন ও আন্তর্জাতিক নার্স দিবস আজ

ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন ও আন্তর্জাতিক নার্স দিবস আজ।

একে কাওসার:

আজ আন্তর্জাতিক নার্স দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালিত হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে…


                     ফ্লোরেন্স নাইটিংগেল

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে দিবসটি পালন করে আসছে। অতীতে ঢাকায় স্বল্প পরিসরে দিবসটি পালিত হলেও বর্তমানে সরকারি-বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও বিভিন্ন ইনস্টিটিউশনে দিবসটি উদযাপন করছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা নার্সিং কলেজের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সার্বিক সহযোগিতার দিবসটি পালনের উদ্যোগ গ্রহণ করেছে। আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারই জন্মদিন ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার, নার্স অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ বেলা ১১টায় বারডেম মিলনায়তনে ১০জন নার্সকে অ্যাওয়ার্ড প্রদান করবে ডায়াবেটিক সমিতি। সেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক নিলুফার ফরহাদ বলেন, সারাদেশে নার্স ইনস্টিউটগুলোতে আন্তর্জাতিক নার্সেস ডে পালন করা হবে।
ফ্লোরেন্স নাইটিংগেল 
১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্স শহরের এক সম্ভান্ত পরিবারে জন্ম নেন ফ্লোরেন্স নাইটিংগেল। শহরের নামের সাথে মিল রেখে পিতা তার নাম রাখেন ‘ফ্লোরেন্স নাইটিংগেল’। তবে নাইটিংগেলের শৈশব কেটেছে ইংল্যান্ডের ডার্বিশায়। ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মই যেন মানব কল্যাণের জন্য। তিনি চোখের ঘুম, মুখের খাবার রুগ্ন আসহায় মানুষের জন্য উত্সর্গ করেছিলেন। পৃথিবীর ইতিহাসে যত মহীয়সী নারী রয়েছে তাদের মধ্যে অন্যতম ফ্লোরেন্স নাইটিংগেল।

 


                                                                                  ফ্লোরেন্স নাইটিংগেল

ধর্ণাঢ্য ব্যবসায়ী পিতার ইচ্ছে ছিল উচ্চ শিক্ষার শিক্ষিত হয়ে বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পী হবেন তিনি। কিন্তু ফ্লোরেন্স নাইটিংগেলের সেবিকা হওয়ার ইচ্ছের কাছে হার মানেন বাবা। নাইটেংগেল মৃত্যুর আগ পর্যন্ত কাটিয়েছেন কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় মানুষের সেবায়। ২৯ বছর বয়সে প্যারিসের সেন্ট ভিনসেন্ট সোসাইটির দুজন সন্ন্যাসিনীর সঙ্গে পরিচয় হয় তার। সেটি ছিল ১৮৪৯ সালে কথা। আলেকজান্দ্রিয়ায় ওই সোসাইটির একটি হাসপাতাল ছিল, সেখানেই ফ্লোরেন্স নাইটিংগেলের সেবিকা হওয়ার ইচ্ছা জাগে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com