লোকালয় ডেস্কঃ দেওয়ালি উপলক্ষে ৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আমির খানের নতুন ছবি ‘থাগস অব হিন্দোস্থান’। এরপর বলিউডের বাণিজ্যিক বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, ২০১৮ সালে মুক্তি পাওয়ার পর প্রথম দিন সবচেয়ে বেশি আয় করা ছবি ‘থাগস অব হিন্দোস্থান’। তিনি একটি পরিসংখ্যান দিয়েছেন। ‘ইন্ডিয়া বিজ’-এ প্রকাশিত এই পরিসংখ্যান থেকে জানা যায়, ‘থাগস অব হিন্দোস্থান’ প্রথম দিন আয় করেছে ৫২ কোটি ২৫ লাখ রুপি। তরণ আদর্শ আরও লিখেছেন, ‘থাগস অব হিন্দোস্থান’ ছবির এই সাফল্যের পেছনে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ কারণ। এই যেমন দেওয়ালি উপলক্ষে বড় ছুটি, মুক্তির আগেই বিপুল প্রত্যাশা তৈরি আর একসঙ্গে অসংখ্য প্রেক্ষাগৃহে মুক্তি। তাঁর মতে, এরই মধ্যে ছবির আসল পরীক্ষা শুরু হয়ে গেছে।
সেই ‘আসল পরীক্ষা’য় ব্যর্থ হয়েছে বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ‘থাগস অব হিন্দোস্থান’। তরণ আদর্শ এবার টুইটারে লিখেছেন, সাত দিন শেষে অমিতাভ বচ্চন, আমির খান, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখের ৩০০ কোটি রুপি বাজেটের এই ছবি আয় করেছে ১৩৭ কোটি রুপি।
‘থাগস অব হিন্দোস্থান’ ছবির প্রযোজক আদিত্য চোপড়া। কিন্তু ছবির আয় থেকে একটা বড় অংশ পাওয়ার কথা ছিল আমির খানের। অনেক বছর পর বড় ক্ষতির মুখে পড়েছে আমির খানের ছবি। বন্ধুর এই খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছেন বলিউডের আরেক জনপ্রিয় তারকা শাহরুখ খান। টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘যাঁরা বছরের পর বছর দর্শককে ভালো সিনেমা উপহার দিয়েছেন, তাঁদের একটা ছবি ভালো না–ও হতে পারে। যে ছবিটিকে তাঁরা মনে করেছিলেন দারুণ কিছু হবে, তা দর্শকের ভালো না–ও লাগতে পারে। এমন ঘটনা বিশ্বের অনেক বড় বড় নির্মাতার ক্ষেত্রেও হয়েছে। মিস্টার বচ্চন আর আমির খান দর্শককে একের পর এক ভালো ছবি উপহার দিয়েছেন। গত ১০ বছরে হিন্দি সিনেমার জগতে তাঁরা বিশাল অবদান রেখেছেন। আজ যদি তাঁদের একটা ছবি প্রত্যাশা পূরণ করতে না পারে, তাহলে তাঁদের বড় বড় সব অর্জন বৃথা হয়ে যাবে?’
শাহরুখ খান আরও বলেন, ‘আমার মনে হয় দর্শক তাঁদের প্রতি সঠিক বিচার করছেন না। এবার দর্শককে একটু বেশি কঠিন মনে হচ্ছে। এটা খুব দুঃখজনক। আমি বিশ্বাস করি, আজ যাঁদের ব্যর্থ মনে করছেন, তাঁরা আবার সফল হবেন।’
আমির খানের কাজ নিয়ে শাহরুখ খান বলেন, ‘আমির তাঁর কাজে এতটুকু অবহেলা করেন না। আমি তাঁকে ২০ বছর ধরে চিনি, জানি। এরপর যদি আর কারও কাজের ব্যাপারে বেশি অধ্যবসায় থাকে, তিনি অমিতাভ বচ্চন।’
এদিকে এনডি টিভির চিত্র সমালোচক শৈবাল চট্টোপাধ্যায় ‘থাগস অব হিন্দোস্থান’ ছবি নিয়ে লিখেছেন, ‘ছবিটি প্রচণ্ড ক্রোধের প্রকাশ। বন্দুক, কামান, ধনুক, তির, তলোয়ার—এখানে কোনো কিছুর অভাব নেই । তবে এসব অস্ত্র হতাশাজনকভাবে অকার্যকর প্রমাণিত হয়েছে। দর্শকদের আকর্ষণ করার সব চেষ্টা ব্যর্থ হয়েছে।’ আনন্দবাজার লিখেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের প্রাথমিক প্রতিক্রিয়ায় উল্লাস কম; বরং সমালোচনার ধার বেশি। বেশির ভাগ দর্শক ছবিটি দেখে নাকি হতাশ হয়েছেন। একটা বড় অংশ ‘থাগস অব হিন্দোস্থান’ ছবির সমালোচনা করে লিখেছেন, আমির খানের এই ছবি নিয়ে তাঁদের আর কোনো আগ্রহ নেই।