লোকালয় ২৪

ফ্রান্সে খুলে দেয়া হচ্ছে স্কুল

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  আগামী সোমবার থেকে সব স্কুল ক্রমান্বয়ে খুলে দিতে যাচ্ছে ফ্রান্স সরকার। বৃহস্পতিবার দেশটির শিক্ষামন্ত্রী জিন মিশেল ব্লানকার এ ঘোষণা দেন। খবর সিএনএনের।

স্কুল খুললেও প্রতি ক্লাসে সর্বোচ্চ ১৫ জন স্টুডেন্ট এক সঙ্গে ক্লাসের সুযোগ পাবে বলে জানান তিনি।

গ্রিন ক্যাটাগরি অর্থাৎ তুলনামূলকভাবে যেসব এলাকায় আক্রান্তের হার কমছে সেসব এলাকার মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীরা আগামী ১৮ মে থেকে ক্লাসে পুনরায় ফিরতে শুরু করবে। তবে যেসব অঞ্চলে ভাইরাসের প্রকোপ এখনো রয়েছে সেসব রেড বা লাল ক্যাটাগরির এলাকায় স্কুল খোলা হবে না।

পাশাপাশি উচ্চ মাধ্যমিক বা হাই স্কুলগুলো আগামী জুন পর্যন্ত বন্ধ থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী।

ফ্রান্সে করোনাভাইরাসে এখন পর্যন্ত ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২৫ হাজার ৯৮৭ জন।