বিনোদন ডেস্ক: তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। এত দিন তার অভিনীত নাটকের খবর প্রকাশ হলেও এবার প্রকাশিত হলো ভিন্ন এক খবর। বিয়ে করেছেন এ অভিনেত্রী।
কিছুদিন আগে বিয়ে করেছেন তার বন্ধু অভিনেতা তৌসিফ মাহবুব। গতকাল রোববার বিয়ে করেছেন আরেক বন্ধু চিত্রতারকা সিয়াম আহমেদ। এই দুই বন্ধুর বিয়েতে দারুণ আনন্দ করেছেন শবনম ফারিয়া। এবার জানা গেল নিজের বিয়ের ঘোষণা দিয়েছেন ছোট পর্দা ও বড় পর্দার এই তারকা।
গতকাল রোববার বিকেলে এক জাতীয় দৈনিককে জানালেন, এবার তিনি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। ছেলে হারুনুর রশীদ অপু, একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক।
শবনম ফারিয়া আরও জানালেন, দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে আগামী বছর পয়লা ফেব্রুয়ারি তাঁদের বিয়ে হবে। তার আগে ২৬ জানুয়ারি হবে মেহেদি উত্সব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বিয়ের এক দিন আগে হবে গায়েহলুদ।
তাঁদের বিয়েটা নাকি দুই বছর আগেই হওয়ার কথা ছিল। শবনম ফারিয়া বলেন, ‘ওই সময় অপুর বাবা মারা যাওয়ার কারণে পিছিয়ে যায় বিয়ে। এর এক বছরের মাথায় আবার আমার বাবা মারা যান। এ কারণে দুই বছর পিছিয়ে যায় আমাদের বিয়ে। সবকিছু গুছিয়ে উঠে এখন বিয়ের চূড়ান্ত দিন ধার্য হলো।’
অপুর সঙ্গে পরিচয়টা কীভাবে হলো? শবনম ফারিয়া বলেন, ‘২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে দুজনের বন্ধুত্ব হয়। ফেসবুকে আমাদের দুজনেরই অনেক কমন বন্ধু ছিল। অপু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আমি গ্রহণ করি। এরপর ফেসবুকে কথা বলতে বলতে আমাদের দুজনের ভালো বন্ধুত্ব তৈরি হয়। তিন বছর ধরে আমাদের দুজনের বন্ধুত্ব। একটা পর্যায়ে দুজনকে দুই পরিবার পছন্দ করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আমাদের আংটিবদল হয়।’