লোকালয় ২৪

ফুটবলবিশ্বে ‘আর্জেন্টিনার মহাফাইনাল’

ফুটবলবিশ্বে ‘আর্জেন্টিনার মহাফাইনাল’

লোকালয় ডেস্ক: প্রথম পর্ব শেষ হয়নি এখনও, তবু আজ মঙ্গলবার রাত ১২টার ম্যাচকে ‘আর্জেন্টিনার মহাফাইনাল’ বলছে ফুটবলবিশ্ব।

হতাশায় ডুবন্ত অনেক সমর্থকের কানে আর্জেন্টিনার বিদায় ঘণ্টা প্রতিধ্বনিত হচ্ছে। কেননা আইসল্যান্ডকে একাই ধসিয়ে দেয়া নাইজেরিয়ার আহমেদ মুসা যেখানে জ্বল জ্বল করছেন, সেখানে লিওনেল মেসি নিষ্প্রভ। এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে একটি বলও জড়াতে পারেননি তিনি।

এমন কঠিন মুহূর্তে সাম্পাওলি ও তার দলকে কিছু পরামর্শ দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি স্ট্রাইকার মারিও ক্যাম্পেস।

আর্জেন্টিনা বনাম নাইজেরিয়ার ম্যাচকে তাদের সিনিয়রদের জন্য অগ্নিপরীক্ষা উল্লেখ করে সাবেক এ আর্জেন্টাইন স্ট্রাইকার বলেন, ‘গোলকিপার হিসেবে ফ্রাঙ্কো আরমানিকে অবশ্যই খেলানো উচিত।

আগের ম্যাচে কাবালেরোর পারফরম্যান্স থেকে এটিই উপলব্ধি করা যায় যে, ওকে এখন বিশ্রাম দিলেই ভালো। ওর ওরকম একটি ভুলের পর ওকে নামিয়ে ঝুঁকি নেওয়া ঠিক হবে না।

আরমানিই এ মুহূর্তে সেরা বিকল্প। সাম্পাওলির উচিত এটিই করা। রিভারপ্লেটের হয়ে আরমানি যে রকম খেলে, সেটি দেশের জার্সিতে দেখাতে পারলেই হল। এ মুহূর্তে আরমানিই হতে পারে আর্জেন্টিনার সেরা গোলরক্ষক।’

নাইজেরিয়াকে রুখতে দলের সিনিয়রদের ওপর বেশি আস্থা রাখছেন মারিও। অনুজ পাভনকে নিয়ে ডি মারিয়া, মাসচেরানো, বানেগা, আগুয়েরো, হিগুয়াইনের মতো অভিজ্ঞদের নিয়ে মেসিকে মাঠে নামতে বলছেন তিনি।

তার মতে, ‘যেহেতু এ রকম একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে, আমার মনে হয় আর্জেন্টিনার হয়ে অন্তত ৬০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, এমন খেলোয়াড়দেরই এ ম্যাচে লাগবে।’

তবে লিওনেল মেসির উদ্দেশ্যে আলাদাভাবে মারিওর স্পষ্ট উচ্চারণ- ‘লিও, এটিই সম্ভবত বিশ্বকাপে তোমার শেষ সুযোগ। গোটাবিশ্বকে দেখিয়ে দাও- কে সেরা! আর্জেন্টিনা তোমার গোল দেখেনি অনেক দিন। এ ম্যাচে গোল করো আর দেশকে জেতাও।’

 

আজকের খেলা-

চলছে রাশিয়ায় ফুটবল যুদ্ধ। আজ এ যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছে ৮টি দেশ। এছাড়াও রয়েছে ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচ। কখন, কোন চ্যানেলে খেলাগুলো দেখাবে তা জেনে নিই:

* ফুটবল

ফিফা বিশ্বকাপ ২০১৮

ফ্রান্স ও ডেনমার্ক

সরাসরি, মাছরাঙা, নাগরিক ও

সনি টেন-২, রাত ৮টা

অস্ট্রেলিয়া ও পেরু

সরাসরি, সনি সিক্স, রাত ৮টা

আর্জেন্টিনা ও নাইজেরিয়া

সরাসরি, বিটিভি, মাছরাঙা, নাগরিক ও সনি টেন-২, রাত ১২টা

ক্রোয়েশিয়া ও আইসল্যান্ড

সরাসরি, সনি সিক্স, রাত ১২টা

* ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা

তৃতীয় টেস্টের চতুর্থদিন, বারবাডোজ

সরাসরি, সনি ইএসপিএন, রাত ১টা