লোকালয় ২৪

ফিলিস্তিনিদের করোনা পরীক্ষার ক্লিনিক গুঁড়িয়ে দিলো ইসরায়েল

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ ফিলিস্তিনে করোনাভাইরাস পরীক্ষার একটি ক্লিনিক গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। এছাড়া পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরের ওই ক্লিনিকের চার কর্মীকে আটক করেছে তারা।

ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরের সিলওয়ান এলাকার একটি মসজিদে ওই ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছিল। মঙ্গলবার রাতে প্রথমে সেটি বন্ধ করে দেয়া হয় এবং পরদিন সকালে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সহযোগিতায় ক্লিনিকটি পরিচালনা করায় ইসরায়েলি সেনারা সেটি বন্ধ করে দেয়।

ক্লিনিকের পরিচালক জানান, সিলওয়ান এলাকায় করোনা ভাইরাস পরীক্ষার সরঞ্জামাদির তীব্র ঘাটতি রয়েছে। এরইমধ্যে ওই এলাকায় ৪০ জন ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ অবস্থায় আশংকা করা হচ্ছে ঘনবসতিপূর্ণ এ এলাকায় করোনাভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে পারে।

এছাড়া ইসরায়েলি সেনারা তাদের কাছ থেকে খাদ্যদ্রব্য ছিনিয়ে নেয় এবং শহরের পূর্বাঞ্চলে চলাচল সীমিত করে।