গত মাসে ফিফা র্যাঙ্কিংয়ের ২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো যৌথভাবে শীর্ষে ছিল দুই দেশ। এ মাসে উয়েফা নেশন্স লিগে সুইজারল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে এবং প্রতিবেশী নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ ড্র করে ফরাসিদের পেছনে ফেলে রবের্তো মার্তিনেসের দল।
বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ তালিকায় ১ হাজার ৭৩৩ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে বেলজিয়াম। এক পয়েন্ট পিছিয়ে থেকে দুইয়ে আছে ফ্রান্স।
চলতি মাসে ফ্রান্সও আন্তর্জাতিক ফুটবলে একটি জয় পেয়েছে এবং এক ম্যাচে ড্র করেছে। জার্মানিকে ২-১ গোলে হারানোর পাশাপাশি আইসল্যান্ডের সঙ্গে ২-২ ড্র করে বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে প্রতিপক্ষের অবস্থান ফিফা র্যাঙ্কিংয়ের অপেক্ষাকৃত নিচের দিকে থাকায় পিছিয়ে পড়ে দিদিয়ের দেশমের দল।
ব্রাজিল তিন নম্বর ও ক্রোয়েশিয়া চার নম্বর অবস্থান ধরে রেখেছে। স্পেনকে তাদের মাঠে ৩-২ গোলে হারিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড।
অবনতি হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির। দুই ধাপ পিছিয়ে ১৪ নম্বরে আছে ইওয়াখিম লুভের দল।
Leave a Reply