লোকালয় ২৪

ফাইনালেও আমিনুলকে পাচ্ছে না বাংলাদেশ!

ফাইনালেও আমিনুলকে পাচ্ছে না বাংলাদেশ!

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলামের খেলার সম্ভাবনা দেখছেন না বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো।

চট্টগ্রাম পর্বে অভিষেকেই জিম্বাবুয়ের বিপক্ষে আলো ছড়িয়েছিলেন আমিনুল। আর সেই ম্যাচেই বল আটকাতে গিয়ে চোট পেয়েছিলেন বাম হাতের তালুতে। রাতে হাসপাতালে নেওয়ার পর তিনটি সেলাই লাগে তার হাতে। এরপর থেকে হাত ব্যান্ডেজ করা আছে।

ঝুঁকি এড়াতে চট্টগ্রামে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলানো হয়নি আমিনুলকে। ফাইনালে তার খেলার আশায় ছিল সবাই। রোববার তাকে রেখে ফাইনালের দল দিয়ে দেয় বিসিবিও। সোমবার হাতে ব্যান্ডেজ নিয়ে নেটে বোলিং অনুশীলনও করেছেন তরুণ লেগ স্পিনার। তবে কোচ ডমিঙ্গো যা বললেন, তাতে আফগানদের বিপক্ষে মঙ্গলবারের ফাইনালেও যে আমিনুল খেলতে পারছেন না, তা একরকম নিশ্চিতই।

ফাইনালের আগের দিন মিরপুরে সংবাদ সম্মেলনে আমিনুলকে নিয়ে ডমিঙ্গো বলেছেন, ‘তার বাঁ হাতে তিনটি সেলাই পড়েছে। যদিও তার বোলিং হাতে ইনজুরি নয়। তারপরও, কোচ হিসেবে আমি কখনোই এমন কাউকে খেলাতে চাই না, যার কোনো ধরনের চোট আছে।’

ডমিঙ্গো তার কথার পক্ষে যুক্তিও দেখালেন, ‘গুরুত্বপূর্ণ কোনো ক্যাচ তার কাছে আসতে পারে। প্রথম বলেই হয়তো ফিল্ডিং করতে গিয়ে হাতে লেগে তার সেলাই খুলে যেতে পারে। এই ব্যাপারগুলো নিয়ে ভাবার ব্যাপার আছে।’

শতভাগ ফিট ১১ জনকেই মাঠে দেখতে চান বাংলাদেশ কোচ, ‘আমি সব সময় চাই শতভাগ ফিট ১১ জনকে নিয়ে মাঠে নামতে। আর আমার মতে, আমিনুল বা যে কারও বিকল্প আমাদের দলে আছে। আমার মনে হয় না, হাতে সেলাই নিয়ে ফাইনালে ওকে আমরা খেলতে দেখব।’