লোকালয় ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মদপান করিয়ে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে ৩ যুবকের বিরুদ্ধে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তার বান্ধবী কনা আক্তারকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হলে ময়না তদন্তের পর রাতে কিশোরীর লাশ দাফন করা হয়।
এ ব্যাপারে নিহতের মামা জানান, গত সোমবার বিকালে ঐ তরুণীকে তার বান্ধবী কনা আক্তারের সাথে গ্রাম্য মেলা দেখতে যায়। পরে সেখানে কনার সহায়তায় তার আত্মীয় রাকিবুল, কাইয়ুম ও আবদুর রহিম সন্ধ্যার পর কৌশলে তাকে মদপান করিয়ে ধর্ষণ করে।
রাতে ধর্ষণের শিকার ওই তরুণীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অ্যালকোহলে ওই তরুণীর মৃত্যু হয়েছে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক।
ভাঙ্গা থানার ওসি কাজী সাইদুর রহমান জানান, ভাঙ্গা থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে বিষয়টি পরিষ্কার হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণীর বান্ধবীকে আটক করা হয়েছে।