স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ১৩ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ ঝিনাইদহ অঞ্চলের একটি দল।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ভাঙ্গায় উপজেলা পৌর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গোপন সংবাদ-এর ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই তিন ব্যক্তি হলেন, চুনারুঘাটের রেজাউল ইসলাম (২৬) ও ফরিদপুরের ভাঙ্গার মো. তুহিন ফকির (১৯) ও মতিউর রহমান(৩৫)।
আসামীদের হেফাজত হতে ১৩ কেজি গাঁজা, ৫টি মোবাইল ফোন, ১টি প্রাইভেটকার এবং মাদক বহনকারী ১টি ট্রলিব্যাগ উদ্ধার ও জব্দ করা হয়।
র্যাব-৬ খুলনার মিডিয়া সেলের উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -৬ জানতে পারে একটি প্রাইভেট কারে মাদকের একটি বড় চালান নিয়ে কয়েকজন ব্যাক্তি ভাঙ্গায় অবস্থান করছেন। এ খবর জেনে এ অভিযান চালানো হয়।
তিনি বলেন, এ ব্যাপারের র্যাব-৬ বাদী হয়ে বুধবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা থানায় মদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাদায়ের করেছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, গাঁজাসহ গ্রেপ্তার হওয়া ওই তিন ব্যাক্তিকে বৃহস্পতিবার জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply