লোকালয় ডেস্কঃ নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১.৭ কোটি রুপিতে ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলীকে কিনেছিল। কিন্তু ভাগ্যটা খারাপই বলতে হয় তার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশ আসরে এখন পর্যন্ত এক ম্যাচও খেলার সুযোগ পাননি মঈন। তাই কিছুটা হতাশ হয়েই তিনি জানিয়েছেন, প্রয়োজনে বিনা পারিশ্রমিকে ম্যাচ খেলবেন তিনি।
কিছুদিন দল হারতে থাকায় দিল্লি ডেয়ার ডেভিলসের অধিনায়কত্ব ছেড়েছেন গৌতম গম্ভীর। পাশাপাশি জানিয়ে দিয়েছেন, আসরের বাকি ম্যাচগুলো খেলতে আর কোনো অর্থ নেবেন না তিনি। এবার সেই পথেই হাঁটার চিন্তা করছেন মঈন আলী।
মঈনের হতাশাটা অন্য জায়গায়। আইপিএলের প্রায় অর্ধেক চলে গেলেও এখনো একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি।
এ বিষয়ে মঈন নিজ দেশের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেন, ‘দরকার হলে বিনা পয়সাতেই আইপিএল খেলতে চাই। আসলে এখানে অভিজ্ঞতার জন্য এসেছি। এভাবে তো সময় যাচ্ছে, খেলা হচ্ছে না। আরসিবিতে বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, ব্রেন্ডন ম্যাককালাম, কুইন্টন ডি’ককদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারব বলেই এখানে আসা।’
শুধু মঈনই নন, নিউজিল্যান্ডের টিম সাউদির মতো তারকা বোলারও বসে আছেন ডাগ আউটে।