সংবাদ শিরোনাম :
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের একবার বদলির পর ৩ বছরে আর নয়

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের একবার বদলির পর ৩ বছরে আর নয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির জন্য নতুন নির্দেশিকা প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গতকাল রবিবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওই নির্দেশিকায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষক একবার বদলি হওয়ার পর তিন বছরের মধ্যে আর বদলির সুযোগ পাবেন না।

আর যেসব বিদ্যালয়ে চারজন বা তার চেয়ে কম শিক্ষক রয়েছেন কিংবা শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১: ৪০-এর বেশি, সেসব বিদ্যালয় থেকে সাধারণভাবে কোনো শিক্ষক বদলি করা যাবে না।

 

পাশাপাশি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বদলির নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

এজন্য এই নির্দেশিকার নাম দেওয়া হয়েছে ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা-২০২২’। নির্দেশিকায় বদলির যোগ্যতা ও শর্তগুলো বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

সারাদেশে প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু হবে ১৫ সেপ্টেম্বর। বদলির কাজ হবে পুরোপুরি অনলাইনে। নির্ধারিত একটি সফটওয়্যারের মাধ্যমে নির্ধারিত আইডি (পরিচয় নম্বর) ব্যবহার করে শিক্ষকদের বদলির জন্য আবেদন করতে হবে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবেই ওই শিক্ষক বদলির যোগ্য কি না বা কোন বিদ্যালয়ে বদলি হবেন, তা নির্ধারিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com