সাগর হোসেন ফিরোজ, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের জেলা প্রসাশক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেছেন, প্রশাসনের দরজা এখন সকল শ্রেণির মানুষের জন্য খোলা। বৃহস্পতিবার সকাল ১০ টায় হরিপুর উপজেলার সর্বস্তরের মানুষের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, পাল্টে গেছে সময়, পাল্টে গেছে দিন। যে কোন শ্রেণির মানুষ এখন ডিসি অফিসে যেতে পারে। আমি আপনাদের এলাকায় আপনাদের সাথে কাজ করতে চাই। এ জন্য সকলকে প্রশাসনকে সহযোগীতা করতে হবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম জে আরিফ বেগ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, হরিপুর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল, সাধারন সম্পাদক জিয়াউল হাসান মুকুল, হরিপুর থানা অফিসার ইনর্চাজ আমিরুজ্জামান আমির, হরিপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৈয়দুর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা পরিষদ সদস্য জামালউদ্দীন, সাবিনা ইয়াসমিন রিপা উপজেলা ভাইস চেয়ারম্যন, রফিকুল ইসলাম, নাজমা পারভীন সহ জন প্রতিনিধি, সাংবাদিক নেত্রিবৃন্দ, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply