লোকালয় ২৪

প্রমাণ না থাকলে প্রশ্নপত্র ফাঁসের খবর নয়: শিক্ষামন্ত্রী

প্রমাণ না থাকলে প্রশ্নপত্র ফাঁসের খবর নয়: শিক্ষামন্ত্রী

লোকালয় ডেস্কঃ প্রশ্নপত্র ফাঁসের সুনির্দিষ্ট প্রমাণ না থাকলে তা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার না করতে অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, এতে জনমনে আতঙ্ক তৈরি হয়।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের tতিনি একথা বলেন।

সারাদেশে একযোগে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেএসসিতে বাংলা, বাংলা প্রথম পত্র (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) এবং জেডিসিতে কুরআন মজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে এবারের পরীক্ষা শুরু হয়।

দেশের ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।

এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এ বছর প্রশ্নফাঁস এবং শিক্ষার্থীদের নিরাপত্তায় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী কাজ করছে। তিনি বলেন, এবার প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই কারণ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।