লোকালয় ২৪

প্রভাবশালীদের দেয়া ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সাভার উপজেলার আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে প্রভাবশালীদের দেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার কুটুরিয়া, আমতলা, কাঠগড়া ও দুর্গাপুর এলাকায় বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব ফিরোজ আহমেদের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে সাভার তিতাস গ্যাসের প্রায় ৮০ সদস্যের একটি শ্রমিক দল অংশ গ্রহণ করে। এসময় ওই চারটি এলাকার প্রায় পাঁচ হাজার পরিবারের মধ্যে দেয়া সংযোগ বিছিন্ন করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব ফিরোজ আহমেদ বলেন, সাভার ও আশুলিয়ার সকল অবৈধ গ্যাস সংযোগ পর্যায়ক্রমে বিছিন্ন করা হবে। অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারীদের সাথে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।