লোকালয় ২৪

‘প্রধানমন্ত্রীর সিদ্ধা‌ন্তে আট‌কে আ‌ছে খা‌লেদা জিয়ার সু‌চি‌কিৎসা’

‘প্রধানমন্ত্রীর সিদ্ধা‌ন্তে আট‌কে আ‌ছে খা‌লেদা জিয়ার সু‌চি‌কিৎসা’

লোকালয় ডেস্কঃ ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সু‌চি‌কিৎসার ব্যাপা‌রে চি‌কিৎসক‌দের পরাম‌র্শের ফাইল প্রধানমন্ত্রীর কা‌ছে প‌ড়ে আ‌ছে। উনার সিদ্ধান্তহীনতার কার‌ণে খা‌লেদা জিয়ার স্বাস্থ্যের ক্র‌মেই অবন‌তি ঘট‌ছে’ বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২৮ এ‌প্রিল, শনিবার বেলা পৌ‌নে ১২টার দি‌কে নয়াপল্ট‌নে দ‌লের কেন্দ্রীয় কার্যাল‌য়ে আ‌য়ো‌জিত সংবাদ স‌ম্মেল‌নে এ অভিযোগ করেন বিএনপির মহাসচিব।

সরকার‌কে উ‌দ্দেশ ক‌রে ‌মির্জা ফখরুল ইসলাম ব‌লেন, ‘অ‌বিল‌ম্বে খা‌লেদা জিয়ার সু‌চি‌কিৎসার ব্যবস্থা নিন। তার পছ‌ন্দের স্পেশালাইজড হাসপাতা‌লে সুচি‌কিৎসা নি‌শ্চিত করুন। অন্যথায় এর সকল দায়ভার সরকার‌কেই বহন কর‌তে হ‌বে এবং জনগ‌ণের কা‌ছে জবাব‌দি‌হি কর‌তে হ‌বে।’

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সংকটময় মুহূর্তে অাছে। সবাই তাকে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা করার পরামর্শ দিয়েছেন। তার দুটি হাঁটু প্রতিস্থাপন করা অাছে। এসব যন্ত্রপাতি ইউনাইটেড ও অ্যাপোলোতে অাছে। তাই অামরা বারবার ইউনাইটেড হাসপাতালের কথা বলছি।’

সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক ডা. ওয়াহিদুর রহমান বলেন, ‘উনার (খালেদা জিয়ার) এখন বেশি সমস্যা ঘাড়ে। ঘাড়ের হাড়গুলো ক্ষয় হয়ে নার্ভ চাপা পড়ে গেছে। ডান হাতে যত শক্তি পাচ্ছেন, বাঁ হাতে পাচ্ছেন না। তাই বাঁ হাতে কিছু ধরলে তা পড়ে যাচ্ছে।’ তবে খালেদা জিয়ার মানসিক জোর অনেক বেশি বলেও জানান তিনি।

ডা. ওয়াহিদুর রহমান বলেন, ‘খালেদা জিয়ার হাতের অাঙুল ফুলে গেছে। কোমরের হাড় ক্ষয় হয়ে সরু হয়ে গেছে। তাই তিনি হাঁটতে পারছেন না।’

দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা না হলে কারাগারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্যারালাইজড হয়ে যেতে পারেন বলেও অাশঙ্কা করছেন তার চিকিৎসকেরা।

প্রস্রাব-পায়খানা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে উল্লেখ করে ওয়াহিদুর রহমান বলেন, ‘কারাগারে যেই পরিস্থিতি, সেখানে বিদ্যুৎ চলে গেলে এক ঘণ্টায় অাসে না। এই পরিস্থিতিতে উনার অবস্থা অারও খারাপ হয়ে যাবে। উনার যে বয়স এমন অসুবিধার কারণে অারও খারাপ হয়ে যাবে।’

অারেক চিকিৎসক অধ্যাপক সিরাজউদ্দিন অাহমেদ বলেন, ‘যতটুকু শুনেছি খালেদা জিয়ার হাত বাঁকা হয়ে গেছে। তি‌নি স্বাভা‌বিক কাজও করতে পারছেন না। উনার হাঁটুর যে অবস্থা, তাতে চলাফেরা করতে পারছেন না।’

খালেদা জিয়ার ফিজিউথেরাপি দরকার উল্লেখ করে সিরাজউদ্দিন অাহমেদ বলেন, ‘চিকিৎসা করতে হলে ভালো পরিবেশ দরকার। উনার জীবনীশক্তি নষ্ট হয়ে যেতে পারে। দ্রুত চিকিৎসার ব্যবস্থা না হলে খালেদা জিয়ার অবস্থা অারও খারাপ হয়ে যাবে।’

চিকিৎসক অধ্যাপক অাবদুল কুদ্দুছ বলেন, ‘অন্য অসুখের জন্য চোখে অসুখ হয়। খালেদা জিয়ার অাগেও চোখের অসুখ হতো। পারিবারিক সূত্রে জেনেছি চোখ লাল হয়ে গেছে। চোখের পানি শুকিয়ে গেছে। যে সমস্যার কথা বলেছে, এর কারণে এমন হবেই।’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মির্জা অাব্বাস, নজরুল ইসলাম খান, অামীর খসরু মাহমুদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, অাবদুল অাউয়াল মিন্টু, অাতাউর রহমান ঢালী, জয়নুল অাবদীন ফারুক, অাবদুস সালাম, রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।