সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পদত্যাগ করার প্রশ্নই ওঠে না: সেতুমন্ত্রী

প্রধানমন্ত্রীর পদত্যাগ করার প্রশ্নই ওঠে না: সেতুমন্ত্রী

প্রধানমন্ত্রীর পদত্যাগ করার প্রশ্নই ওঠে না: সেতুমন্ত্রী
প্রধানমন্ত্রীর পদত্যাগ করার প্রশ্নই ওঠে না: সেতুমন্ত্রী

বার্তা ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নির্বাচনে এলে স্বাগত, না এলে কিছু করার নেই। নির্বাচন কারও জন্য অপেক্ষা করবে না। পৃথিবীর কোনও গণতান্ত্রিক দেশে নির্বাচনের সময় প্রধানমন্ত্রী পদত্যাগ করে, এমন নজির বিএনপি দেখাতে পারবে না। অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে দায়িত্ব পালন করা হয় শেখ হাসিনার সরকারও সেভাবে দায়িত্ব পালন করবে। প্রধানমন্ত্রীর পদত্যাগ করার প্রশ্নই ওঠে না।’

শনিবার (২৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নয়াপুর এলাকায় ঢাকা বাইপাস সড়কের সংস্কার কাজের উদ্বোধন শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বিএনপিকে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, ‘বিদেশিদের কাছে নালিশ না করে জনগণের কাছে নালিশ করুন। জনগণ যদি নির্বাচনে আমাদের না চায় আমরা তো জোর করে ক্ষমতায় থাকতে পারবো না। জনগণের রায় নিন। জনগণের কাছে যান।’

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার সাজা যদি উচ্চ আদালত মওকুফ করেন তবে আমাদের কিছু করার নেই। বেগম জিয়ার বিষয়টি আদালতের এখতিয়ার।’

মন্ত্রী আরও বলেন, নির্বাচনের সময় মেজর কোনও পলিসি মেকিং এর সুযোগ সরকারের নেই। সরকার নির্বাচন পরিচালনা করতে নির্বাচন কমিশনকে সহায়তা করবে। যেসব মন্ত্রণালয় নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সেগুলো ইলেকশন কমিশনের নিয়ন্ত্রণে চলে যাবে। এখানে সরকারের কোনও দায়দায়িত্ব নেই। নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করা দরকার তা করবে।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘বিএনপি কেন নির্বাচনে আসতে ভয় পাচ্ছে? বিএনপির অতীত রেকর্ড খারাপ। তারা যখন ক্ষমতায় থাকে তখন মাগুরার মতো, ঢাকা-১০ আসনের মতো নির্বাচনের ঘটনা ঘটে।’

মন্ত্রী জানান, ৬২ কোটি টাকা ব্যয়ে ঢাকা বাইপাস সড়কসহ চারটি সড়ক মে মাসের মধ্যে সংস্কার করা হবে। এছাড়া দেশের সব সড়ক, মহাসড়ক আগামী বর্ষা মৌসুমের আগে সংস্কার করা হবে। এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com