লোকালয় ২৪

প্রধানমন্ত্রীর নির্দেশ, ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে নামছে আওয়ামী লীগ

প্রধানমন্ত্রীর নির্দেশ, ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে নামছে আওয়ামী লীগ

ঢাকা- ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানী থেকে ইউনিয়ন পর্যন্ত সারাদেশে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একইসঙ্গে বর্তমান ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক বলেও মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৮ জুলাই) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমরা শুধু সরকারি দায়িত্ব পালনে সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা সারাদেশে জনসচেতনায় তিনদিনের পরিচ্ছন্নতা অভিযান চালাব।

তিনি বলেন, চোখের চিকিৎসায় বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনায় এই কর্মসূচী পালন করা হবে। তিনি আজ লন্ডন থেকে মুঠোফোনে আমাদের সাথে ২৫ মিনিট কথা বলেছেন এবং এসব বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

ডেঙ্গু মোকাবিলায় দুই সিটি করপোরেশনে মেয়রের ব্যর্থতার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তারা এখন কাজ করছে। আমাদের প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের মেয়র, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে প্রতিনিয়ত কথা বলছেন।’

দুই মেয়রের অসংলগ্ন কথার বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, ‘কথাবার্তা স্লিপ হতে পারে। সবাই মানুষ।’

যেকোনও বিষয়ে প্রধানমন্ত্রী কথা না বলা পর্যন্ত প্রসাশন নিষ্ক্রিয় থাকে এমন অভিযোগের জবাবে কাদের বলেন, ‘দেশে যেকোনও জরুরি বিষয়ে প্রধানমন্ত্রী কথা বলেন, এবারও বলেছেন। এটাই স্বাভাবিক। তার কথা সবাইকে উৎসাহিত করে।’