সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশ উৎপাদনমুখী শিল্প সিলেটের চা বাগান চালু রাখার

প্রধানমন্ত্রীর নির্দেশ উৎপাদনমুখী শিল্প সিলেটের চা বাগান চালু রাখার

lokaloy24.com

লোকালয় ডেস্ক: উৎপাদনমুখী শিল্প চা বাগানগুলো চালু করার নির্দেশ দিলেন প্রধামনমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩১ মার্চ) গণভবন থেকে বেলা ১১টায় ভিডিও কনফারেন্সে দেশের ৬৪ ডেপুটি কমিশনারদের (ডিসি) নির্দেশনা দেওয়ার সময়ে সিলেটের ডিসির এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এমন নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আজকের ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীকে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম সিলেটের করোনা পরিস্থিতি অবগত করে এসময় তিনি চা বাগানগুলো চালু ছিল উল্লেখ করে বলেন, সিলেটের উৎপাদনমুখী শিল্প হিসেবে চালু রাখা প্রয়োজন চা বাগানগুলো। যেহেতু তারা দূরে দূরে থেকে চা পাতা সংগ্রহ করেন এতে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার সুযোগ নেই। শুধু চা পাতা জড়ো করাত সময় শ্রমিকরা দূরত্ব মেনে চলবেন। এ ব্যাপারে জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর পরামর্শ চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সম্মতি দিয়ে বলেন, চা বাগানগুলো খোলা রাখলে সমস্যা হবে না। চা শ্রমিকরা প্রাকৃতিক পরিবেশে চা পাতা সংগ্রহ করেন বিক্ষিপ্ত অবস্থায় । তাদের মাস্কের ব্যবস্থা করে কাজে লাগানো যেতে পারে। তারা চা পাতা জমা দেয়ার সময় যেন দূরত্ব মেনে চলেন। এভাবে চা বাগানগুলো চালু রাখা যেতে পারে বলে নির্দেশনা দেন তিনি। উল্লেখ্য, দেশের ১৬৬টি চা বাগানে রয়েছেন প্রায় দুই লাখ শ্রমিক। এর মধ্যে এরমধ্যে সিলেট বিভাগেই রয়েছে ১৩৮টি বাগান। সিলেটের চা-বাগানগুলোতে দুই তৃতীয়াংশই চা-শ্রমিক নিয়োজিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com