জার্মানি প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানির মিউনিখে আন্তজার্তিক নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে আগামী ১৪ ফেব্রুয়ারি জার্মানিতে আসার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে ইউরোপ প্রবাসী বাংলাদেশীদের মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। জার্মান আওয়ামী লীগ তাকে নাগরিক সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। চতুর্থ বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর শেখ হাসিনার প্রথম বিদেশ সফরে ইউরোপ আগমনে সর্বকালের সর্বশ্রেষ্ট সংবর্ধনার আয়োজনের প্রস্তুতি চলছে। এই সফরকে কেন্দ্র করে জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী (সাবু) এবং সাধারণ সম্পাদক শেখ বাদল আহম্মেদ সকল সদস্যদের মিউনিখে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবে। মিউনিখে নিরাপত্তা সম্মেলনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে সাইডলাইনে বৈঠক হতে পারে শেখ হাসিনার।
জানা গেছে, নিরাপত্তা সম্মেলনে বিভিন্ন দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানসহ গুরুত্বপূর্ণ অতিথিরা আসবেন। তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হওয়ার সম্ভবনা রয়েছে। সেখানে চলমান রোহিঙ্গা সঙ্কটের বিষয়টি তুলে ধরতে পারেন তিনি।
এদিকে দলীয় সভানেত্রীর এই সফরকে ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দরাও প্রস্তুতি নিচ্ছেন। ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী এবং সাধারন সম্পাদক হাসান ইকবাল বলেন, জননেত্রী শেখ হাসিনার এই সফরে আমরা তাকে শুভেচ্ছা জানাতে চাই। আমরা ইতালী আওয়ামী লীগের একটি বড় প্রতিনিধি দল মিউনিখ যাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ ফেব্রুয়ারি জার্মানি আসবেন ১৫ ফেব্রুয়ারি প্রবাসী বাংলাদেশীদের সংবর্ধনা ১৬ ফেব্রুয়ারি রাতে অথবা ১৭ ফেব্রুয়ারি সকালে দেশে ফেরার কথা রয়েছে।
জার্মানি শাখার সাধারণ সম্পাদক শেখ বাদল আহম্মেদ জানান, সর্বকালের শ্রেষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা বিশ্ব মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে ইউরোপীয় আওয়ামী লীগ, জার্মান আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সহ সর্ব ইউরোপের সকল অঙ্গ সংগঠন প্রবাসীদের উপস্থিতি একান্ত ভাবে কামনা করছি।
এদিকে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগ নেতা কর্মীরা মিউনিখ যাবে। সুইডেন আওয়ামী লীগ নেতারা ও ইউরোপ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠানে এসে যোগ দিতে সুইডেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবিদ খানের নেতৃত্বে সুইডেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল আগামী ১৪ ফেব্রুয়ারি মিউনিখ যাবে।
Leave a Reply