নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান-১০’ নামক যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা করে দেওয়া হবে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের দেখার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ ছাড়া প্রত্যেক নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বরগুনা জেলা প্রশাসন।
জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে এবং আহতদের সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেব।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ৩টার দিকে লঞ্চে আগুন লেগে ৩৯ জনের প্রাণহানি এবং আরও ৭০ জনেরও বেশি যাত্রী দগ্ধ হয়েছে। ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে দপদপিয়া এলাকায় পৌঁছলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।