● প্রতিদিন ৬ লাখেরও বেশিবার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করা হয়।
●ফেসবুক থেকে বেরিয়ে যাওয়ার (লগ–আউট) পরও আপনি কোন ওয়েবসাইটে যাচ্ছেন—এটি ফেসবুক অনুসরণ করতে পারে।
●প্রতি তিনজনের একজন ফেসবুকে অন্যদের পোস্ট দেখে নিজের জীবনের ওপর বিরক্ত হয়।
●ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে আপনি কখনোই ব্লক করতে পারবেন না।
●ফেসবুকে বন্ধুকে আনফ্রেন্ড করার কারণে কিছু মানুষকে বাস্তবে খুন হতে হয়েছে।
●ফেসবুকে ৩ কোটিরও বেশি মৃত মানুষের প্রোফাইল আছে।
মার্ক জাকারবার্গ বর্ণান্ধ। লাল আর সবুজ রং তিনি দেখতে পান না। সে জন্য ফেসবুকের রং নীল।
●ফেসবুকের অধীনস্ত ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে যথাক্রমে ৩০ কোটি ও ৭০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে। আর ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে ৬০ কোটিরও বেশি ব্যবহারকারী।
●সেকেন্ডে ফেসবুকে ২০ হাজার মানুষ থাকে।
●গড়ে প্রায় ৪ লাখ ৮৬ হাজার ৮৩ জন ব্যবহারকারী প্রতি মিনিটে মোবাইল থেকে ফেসবুক ব্যবহার করে।
●৭৯ শতাংশেরও বেশি ব্যবহারকারী মোবাইল থেকে ফেসবুক ব্যবহার করে।
●প্রায় ৭৫ কোটি ব্যবহারকারী মোবাইল থেকে ফেসবুক দেখে।
●প্রতি মিনিটে দেড় লাখেরও বেশি মেসেজ আদানপ্রদান হয়।
●প্রতি ১৫ মিনিটে ৫ কোটিরও বেশি পোস্ট করা হয়। অর্ধকোটি পোস্ট দেওয়া হয় প্রতি মিনিটে।
●প্রতি ১০ মিনিটে এক লাখ ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া হয়।
●প্রতিদিন প্রায় ৩৫ কোটি ছবি দেওয়া হয় ফেসবুকে।
●প্রতি মিনিটে ৫ লাখেরও বেশি রিঅ্যাক্ট (লাইক, হাহাহা, লাভ) পোস্টে দেওয়া হয়।
●ফেসবুক প্রতি ঘণ্টায় ১৫ লাখ ডলারেরও বেশি আয় করে। এর বেশির ভাগ আসে মোবাইল থেকেই।