সংবাদ শিরোনাম :
প্রতিটি গ্রাম পাবে নগরের সুবিধা: ভূমিমন্ত্রী

প্রতিটি গ্রাম পাবে নগরের সুবিধা: ভূমিমন্ত্রী

প্রতিটি গ্রাম পাবে নগরের সুবিধা: ভূমিমন্ত্রী
প্রতিটি গ্রাম পাবে নগরের সুবিধা: ভূমিমন্ত্রী

চট্টগ্রাম: আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে সংশ্লিষ্টদের সততা ও স্বচ্ছতা শতভাগ নিশ্চিত করা প্রয়োজন। দেশের জিডিপি বর্তমানে ৭ শতাংশের উপরে। এটাকে দ্বিগুণ করতে হবে। দুর্নীতিমুক্ত অর্থনৈতিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় অর্থনীতির ছাত্র-শিক্ষক, বিশেষজ্ঞদের সাথে অন্যান্যদেরও এগিয়ে আসতে হবে।

শনিবার (২ মার্চ) চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের ৪র্থ দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, কর্ণফুলী চট্টগ্রামের প্রাণ এবং জাতীয় অর্থনীতির হৃদপিণ্ড। আমাদের দলের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রতিটি গ্রাম নগরের সুযোগ সুবিধা পাবে। গ্রাম কৃষিভূমি হারাবে না, বিকশিত প্রযুক্তির সুবিধা পাবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুতের অভাবনীয় উৎপাদন হয়েছে। যার সুফল সাধারণ মানুষ ইতোমধ্যে ভোগ করছে। দেশে দক্ষ শ্রমিকের অভাব রয়েছে। তাই ভোকেশনাল ট্রেনিংয়ের উপর জোর দিতে হবে।

চট্টগ্রামে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, পাঁচ তারকা হোটেল, ইকোনোমিক জোন, ইপিজেডসহ বড় বড় স্থাপনা নির্মিত হয়েছে। অসংখ্য শিল্প কারখানা রয়েছে চট্টগ্রামে। দেশের বৃহৎ সমুদ্র বন্দর ও আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে চট্টগ্রামে। বর্তমানে চট্টগ্রামে দেশের একমাত্র বঙ্গবন্ধু টানেল তৈরি করছে শেখ হাসিনা সরকার। চট্টগ্রামে রিজিওনাল টুরিস্ট ইন্ডাস্ট্রিও হতে পারে।

জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় দিনব্যাপি সম্মেলন ও সেমিনার। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনীতি সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ইরশাদ কামাল খান। এটিএম কামরুদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য দেন সমিতির চট্টগ্রাম চ্যাপ্টারের সাধারণ সম্পাদক একেএম ইসমাইল।

উদ্বোধক ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত। বক্তব্য দেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমদ, সাবেক সভাপতি অধ্যাপক ড. মইনুল ইসলাম। সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল- “বৃহত্তর চট্টগ্রাম অ্যান্ড ক্রিটিক্যাল ইস্যুজ অব সোসিও-ইকোনোমিক ডেভেলপমেন্ট অব বাংলাদেশ”।

উদ্বোধনী বক্তব্যে ড. আবুল বারকাত বলেন, ‘চারটি ‘জ’ এর উপর বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন নির্ভর করছে। জল, জঙ্গল, জনসাধারণ ও জমি। এগুলোর সাথে যারা সম্পৃক্ত তাদের উন্নয়ন না হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।’

দ্বিতীয় অধিবেশনের প্রথম পর্বে সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মইনুল ইসলাম। প্রবন্ধ উপস্থাপন করেন আতাউল করিম চৌধুরী, আমিরুল ইসলাম, জাহিদ সরওয়ার আকন্দ ও জায়েদা রওশন আরা। পরে উপস্থাপিত প্রবন্ধের উপর অর্থনীতি সমিতির সহ-সভাপতি ড. আবুল হোসাইন, সহ-সভাপতি এ জেড এম সালেহ আলোচনা করেন।

সেমিনারে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মইনুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনীতির জন্য গভীর সমুদ্র বন্দরের প্রয়োজন ফুরিয়ে যায়নি। সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর নির্মাণ হলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। কিন্তু সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর নিয়ে আমরা আন্তঃদেশীয় ভূ-রাজনীতির শিকার হয়েছি। সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণে এখনো হল্যান্ড, আবুধাবি, মালয়েশিয়া বিনিয়োগ করতে আগ্রহী।

দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় পর্বে সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. জ্যোতি প্রকাশ দত্ত। প্রবন্ধ উপস্থাপন করেন ড. জামাল উদ্দিন আহমদ, ড. এস এম আবু জাকের, আশিকুর রহমান ও নাহিদা আকতার। এসব প্রবন্ধের উপর বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আলী আশরাফ ও ড. হান্নানা বেগম।

শেষ পর্বে আয়োজিত সাধারণ সভায় বাংলাদেশ অর্থনীতি সমিতির চট্টগ্রাম চ্যাপ্টারের নতুন কমিটি গঠন করা হয়। এতে ড. জ্যোতি প্রকাশ দত্তকে সভাপতি, এটিএম কামরুদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com