লোকালয় ২৪

পোষাক শ্রমিকদের বোনাস ১৪ জুন: বাণিজ্যমন্ত্রী

পোষাক শ্রমিকদের বোনাস ১৪ জুন: বাণিজ্যমন্ত্রী

লোকালয় ডেস্কঃ ব্যবসায়ীরা ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা সব পরিশোধ করবেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, আগামী ১০ জুন বেতন ও ১৪ জুনের মধ্যে পোশাক শ্রমিকদের বোনাস প্রদান করা হবে।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) নেতাদের সঙ্গে বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, যেহেতু দেশে এখন কোনো শ্রমিক অসন্তোষের কারণ নেই, তাই অ্যাকর্ড বা অ্যালায়েন্সের প্রয়োজন নেই।

বাংলাদেশি তৈরি পোশাকের ইউরোপীয় ও মার্কিন ক্রেতাদের সম্মিলিত পরিদর্শন সংস্থা অ্যাকর্ড ও অ্যালায়েন্স পৃথিবীর আর কোনো দেশে নেই বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ৩১ জানুয়ারির মধ্যে তারা নিজেদের গুটিয়ে নিয়ে বাংলাদেশ ত্যাগ করবে।

ব্যবসায়ীদের আশ্বস্ত করে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব, ব্যবসায়ীবান্ধব। ব্যবসায়ীরা ভালো আছেন, শ্রমিকরাও ভালো আছেন।