আন্তর্জাতিক ডেস্ক- রপ্তানি বন্ধ করে দেয়ার পরও ভারতের বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। কেজিপ্রতি পেঁয়াজ দুইশ’ রুপি ছুঁতে চলেছে। কৃষকরা রাত জেগে পেঁয়াজ ক্ষেত পাহারা দিচ্ছেন। চাহিদা মেটাতে ভরসা বিদেশ থেকে আমদানি।
পেঁয়াজের এমন মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে ভারতের মানুষের। এমন পরিস্থিতিতে দেশটির কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন এক মানবাধিকার কর্মী।
টাইমস অব ইন্ডিয়া জানায়, পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে পার্লামেন্টে বিরোধীদের আক্রমণে নাজেহাল অবস্থা নরেন্দ্র মোদি সরকারের। এবার কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাশ পাসোয়ানের বিরুদ্ধে বিহারের এক আদালতে ফৌজদারি মামলা দায়ের হয়েছে।
কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে ‘প্রতারণা ও বিভ্রান্ত করার’ অভিযোগ আনা হয়েছে। মুজ্জাফ্ফরপুর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কোর্টে মামলাটি করেছেন এম রাজু নায়ার নামে এক মানবাধিকার কর্মী।
রাজু নায়ারের ভাষ্য, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী হিসেবে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা রামবিলাশ পাসোয়ানের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন মোদি সরকারের এই মন্ত্রী। এইভাবে তিনি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। চলতি মাসের ১২ তারিখ এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।