লোকালয় ২৪

পৃথিবীর বেশির ভাগ মানুষই চায়, বিশ্বকাপটা যেন আমার হাতেই ওঠে: মেসি

পৃথিবীর বেশির ভাগ মানুষই চায়, বিশ্বকাপটা যেন আমার হাতেই ওঠে: মেসি

খেলাধুলা ডেস্কঃ

২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। আর মাত্র কয়েকদিনের মধ্যেই শুরু হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। বয়স বিবেচনা করলে এটাই সম্ভবত আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের শেষ সুযোগ। গত বিশ্বকাপটা একটুর জন্য হাতছাড়া হয়েছে এই খুদে জাদুকরের। বিশ্বকাপ জয়ের আশা থাকলেও রাশিয়ায় নিজেদের ফেভারিট মানছেন না মেসি।

বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনা সম্পর্কে লিওনেল মেসি বলেন, ‘আমি একটা ব্যাপার নিয়ে খুব গর্ববোধ করছি। পৃথিবীর বেশির ভাগ মানুষই চায়, বিশ্বকাপটা যেন আমার হাতেই ওঠে।’

একটি স্প্যানিশ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বিশ্বকাপ নিয়ে বলেন, ‘ব্রাজিলের নেইমার আর কুতিনহো আছে। স্পেনের আছে আন্দ্রে ইনিয়েস্তা ও ডেভিড সিলভা। জার্মানির তেমন কোনো বড় তারকা হয়তো নেই। কিন্তু দল হিসেবে ওরা দারুণ। বেলজিয়ামের এডেন হ্যাজার্ড ও কেভিন ডি ব্রুইন খুব ভালো ফুটবলার। ফ্রান্সের আছে কিলিয়ান এমবাপে, গ্রিজম্যান। এই বিশ্বকাপে অনেক দলেই খুব ভালো ভালো ফুটবলার আছে।’

২০১৮ বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ আইসল্যান্ড। গ্রুপে আরও আছে শক্তিশালী ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।