লোকালয় ডেস্কঃ রাজধানীর কমলাপুরে টিটিপাড়া মেথর পট্টি বস্তির অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ক্ষয়ক্ষতি রিপোর্টে এই সংখ্যা উল্লেখ করা হয়েছে। বস্তিতে ছোট-বড় মোট ৫০টি ঘর ছিল।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আগুনে ৩০টি ঘর পুড়েছে। তবে সূত্রপাত এখনো জানা যায়নি। প্রাথমিক রিপোর্টে আগুনের সূত্রপাত ‘তদন্ত সাপেক্ষে’ বলে উল্লেখ করা হয়েছে। এর আগে শুক্রবার (২৬ জুন) মধ্যরাত ১টা ৫৫ মিনিটে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩ ইউনিটের ৫০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ডিউটি অফিসার লিমা খানম বলেন, প্রাথমিক তদন্তে বলা হয়েছে, আগুনের সূত্রপাত জানতে অধিকতর তদন্ত প্রয়োজন। ঘটনাস্থলে আগুন নেভানোর কাজে যারা উপস্থিত ছিলেন তারা একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দেবেন। সেখানে আগুনের সূত্রপাতের বিষয়টি উঠে আসবে।
Leave a Reply