লোকালয় ২৪

পুলিশ প্লাজার আগুন নিয়ন্ত্রণে

পুলিশ প্লাজার আগুন নিয়ন্ত্রণে

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা। এর আগে রোববার সকাল ১০টা ৬মিনিটে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, ‘ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। তবে ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছানোর আগে নিজেরাই আগুন নিভিয়ে ফেলেছেন স্থানীয়রা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের কারণ এখনো জানা যায়নি। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।’