পুঁজিবাজারের চাঙ্গাভাব অব্যাহত

পুঁজিবাজারের চাঙ্গাভাব অব্যাহত

পুঁজিবাজারের চাঙ্গাভাব অব্যাহত
পুঁজিবাজারের চাঙ্গাভাব অব্যাহত

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স রোববার ১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৮৩ পয়েন্টে অবস্থান করছে।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৯৩ পয়েন্ট বেড়ে হয়েছে ১৮ হাজার ১৭২ পয়েন্ট।

সূচকে উন্নতি হলেও দুই বাজারেই লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের চেয়ে কমেছে এদিন।

ডিএসইতে মোট ৩৬৩ কোটি টাকা ৪৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫৮ কোটি ৮৭ লাখ টাকা কম।

এ বাজারে লেনদেনে অংশ নেওয়া ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফাণ্ডের মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দার।

দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ১৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে দুই কোটি ২৭ লাখ টাকা কম।

এ বাজারে লেনদেনে থাকা ২৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৫৩ টির ও অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।

টানা সাত দিন পতনের পর গত সপ্তাহের মাঝামাঝি পর্যায়ে এসে ঘুরে দাঁড়ায় দেশের পুঁজিবাজার। এরপর গত মঙ্গলবার থেকে টানা চার কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক প্রায় ১১২ পয়েন্ট বেড়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com