মাদারীপুর- ফরিদপুরের চন্দ্রপাড়া পীরের বাড়ি থেকে ফেরার পথে মাদারীপুরের কলাবাড়িতে ট্রাকের ধাক্কায় ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ে এর ১০ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কমপক্ষে ৪০ জন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুরের চন্দ্রপাড়া পীর বাড়ি থেকে মুরিদদের নিয়ে ফিরছিলো বাসটি। পথে কলাবাড়ি এলাকায় ব্রিজের ওপর পৌঁছলে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর মারা যান আরো তিন জন। আহত হন কমপক্ষে ৪০ জন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন। খাদে পড়ে যাওয়া বাসটির নিচে আরও মরদেহ থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
Leave a Reply