লোকালয় ২৪

পীরগঞ্জে সরকারি ভাবে চাল ক্রয় শুরু

পীরগঞ্জে সরকারি ভাবে চাল ক্রয় শুরু

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে মিলারদের কাছ থেকে সরকারি ভাবে বোরো চাল ক্রয় আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করা হয়েছে। ২১ মে সোমবার বিকেলে এর উদ্বোধন করেন ঠাকুরগাঁও- ৩ সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী। এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মমিন সরকার, ওসি এলএসডি মাহাবুব হাসান, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মেহের এলাহী প্রমূখ। ওসি এলএসডি মাহাবুব হাসান জানায়, চলতি বোরো মৌসুমে ২৮০টি চুক্তিবদ্ধ মিলারের কাছ থেকে ৩৮টাকা কেজি দরে ৬ হাজার ৫১৪ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।