লোকালয় ২৪

পিকআপ ভর্তি গাঁজা উদ্ধার, আটক ১

আজ সকালে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ঢাকামুখী গাঁজা ভর্তি একটি পিকআপ আটক করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ। এ সময় পিকআপ ভ্যানের চালক মোতাহের হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত গাঁজা কুমিল্লা থেকে কাঁচপুর সেতু এলাকা হয়ে রাজধানীর বিমানবন্দর এলাকা যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। জানা যায়, গত ১৯ দিনে ৪টি গাঁজার চালান পাচার করে বলে পুলিশের জ্ঞিাসাবাদে স্বীকার করেছেন ওই পিকআপের চালক। গত ৩ জানুয়ারি ঢাকা সিলেট মহাসড়কের গাউছিয়া এলাকা থেকে একই মডেলে (ঢাকা মেট্রো ন-১৫-১৪৩৭) পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৬৩ বান্ডেল (৭০ কেজি) গাঁজা উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ুম আলী সরদার জানান, আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে (ঢাকা মেট্রো ন-১৮-১৭৮৯) গাড়িটি প্রথমে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের মদনপুরে থামানোর নির্দেশ দিলে ওই পিকআপ ভ্যানের চালক পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ কাঁচপুর মোড়ে কর্তব্যরত পুলিশের সদস্যর অবগত করলে তারা মহাসড়কের মধ্যে একটি বাস (যানবাহন) দিয়ে ব্যারিকেট তৈরী করে পিকআপ ভ্যানটি থামাতে সক্ষম হন। পরে ওই পিকআপ ভ্যান থেকে ১ কেজি ওজনের ৮ বান্ডিল এবং ২ কেজি ওজনের ৩১ বান্ডিল মোট ৭০ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় পিকআপ ভ্যানের চালক মোতাহের হোসেনকে (৩০) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত চালক মোতাহের হোসেনের বরাত দিয়ে কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ুম আলী সরদার আরো জানান, আটককৃত পিকআপটি দিয়ে একই চালক গত ১৯ দিনে ৪টি গাঁজার চালান পাচার করে বলে পুলিশের জ্ঞিাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়েছে পুলিশ। এরআগে গত (৩ জানুয়ারি) ঢাকা সিলেট মহাসড়কের গাউছিয়া এলাকা থেকে একই মডেলে (ঢাকা মেট্রো ন-১৫-১৪৩৭) পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৬৩ বান্ডেল (৭০ কেজি) গাঁজা উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।