ক্রাইম ডেস্কঃ পায়ুপথে লুকিয়ে প্রায় ছয় হাজার ইয়াবা পাচারের সময় চট্টগ্রামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের সদস্যরা।
সোমবার ভোর রাতে নগরী কোতোয়ালি থানার ব্রিজঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রশিদ আহম্মেদ (৬০) ও ফরিদ আহম্মেদের (৫২) বাড়ি টেকনাফের নোয়াখালী পাড়া।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো-উপ অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ জানান, গ্রেপ্তার দুই ব্যক্তি পায়ুপথে ইয়াবা নিয়ে টেকনাফ থেকে চট্টগ্রাম এসেছিলেন।
“শাহ আমানত সেতু এলাকায় বাস থেকে নেমে রিকশা করে আসার সময় ব্রিজঘাট এলাকায় তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পায়ুপথে লুকিয়ে ইয়াবা পাচারের কথা স্বীকার করেন।”
তাদের কাছ থেকে পাঁচ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা শামীম।
তিনি বলেন, ওই দুইজন আগেও ইয়াবা নিয়ে কক্সবাজারে গ্রেপ্তার হয়েছিল। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করার প্রস্তুতি চলছে।