লোকালয় ডেস্কঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ফেল করার পর এক ছাত্রী ‘আত্মহত্যা’ করেছে।
ভাঙ্গুড়া থানার ওসি মো. মাসুদ রানা জানান, মঙ্গলবার রাতে সুমি আক্তার (১৪) নামে এই ছাত্রীর মৃত্যু হয়।
সুমি উপজেলার বড় বিশাকোল গ্রামের আব্দুল হামিদের মেয়ে। ছোট বিশাকোল উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে সে এ বছর জেএসসি পরীক্ষা দিয়ে পাস করতে পারেনি।
ওসি মাসুদ পরিবারের বরাতে বলেন, সুমি রাতে খাওয়ার পর নিজ ঘরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন টের পেয়ে তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
“সুমি পরীক্ষায় ফল খারাপ হওয়ায় আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন মনে করছে। বিষয়টি দুঃখজনক।”
পরিবার অভিযোগ না দেওয়ায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান ওসি মাসুদ।