লোকালয় ডেস্কঃ টেকনাফ সাবরাং এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। এ সময় কোনও পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। আজ শুক্রবার (২৬ অক্টোবর) ভোর রাতে এই অভিযান চালানো হয়। ইয়াবাগুলোর মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, ‘২ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধীন সাবরাং বিওপিতে কর্মরত সুবেদার মো. লাল মিয়ার নেতৃত্বে একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং আচারবুনিয়া এলাকায় পানের বরজের পাশে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবার মূল্য ৩ কোটি টাকা।’
তিনি জানান, ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এগুলো পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।